
তৌহিদ বেলাল, কক্সবাজার।।
কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীর হাতের কব্জি কেটে উল্লাসের ঘটনায় জড়িত ৫ আসামি গ্রেপ্তার হয়েছে।
র্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি দল শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজিরপাড়ার মৃত মোজাহের মিয়ার পুত্র নুরুল হক (৩৮), দিল মোহাম্মদ কালুর পুত্র জাহাঙ্গির আলম (৩৫), মৃত ফজল আহমদের পুত্র দিল মোহাম্মদ কালু (৫৮), মৃত মুহাম্মদ রফিকের পুত্র ছৈয়দ উল্লাহ (৩৬) এবং একই ইউনিয়নের শীলবনিয়াপাড়ার মির কাশেমের পুত্র আবুল কালাম (৩৮)।
জানা যায়, গেল ২৬ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের এনাম মেম্বার ও তার বাহিনীর সদস্যরা নাজিরপাড়ার মৃত নজির আহমদের ব্যবসায়ী পুত্র সিদ্দিক আহমদের দুই হাতের কব্জি কেটে নিয়ে উল্লাস করে। এই ঘটনায় সিদ্দিক আহমদের পুত্র রাশেদুল আলম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় হত্যাচেষ্টার মামলা (নং-৬৮, জিআর-১০৩২) দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় অপহরণ, চাঁদাবাজি, মারামারি ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।