
তৌহিদ বেলাল, কক্সবাজার।।
কক্সবাজারের টেকনাফে এক লক্ষ পিস ইয়াবার বিশাল চালান উদ্ধার হয়েছে। এসময় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের একটি দল শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে টেকনাফের হ্নীলা এলাকায় এই অভিযান চালায়।
র্যাব জানায়, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং মসজিদের পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জোসনা আক্তার (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার নিকট থেকে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত জোসনা আক্তার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াব্রাং গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী এবং মাহমুদ আলি ও রেহেলা বেগমের মেয়ে।
অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই আরো দু’জন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায় বলে স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া জোসনা আক্তার।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ জোসনা আক্তার ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।