
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক পাচারে ব্যবহৃত একটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে। নৌকাটি থেকে ৯ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড-বিসিজি শনিবার (১০ডিসেম্বর) ভোররাতে টেকনাফের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী থেকে ইয়াবার এই চালান জব্দ করে।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) এসএম তাহসিন রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি টেকনাফের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালিন একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় কোন মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিসিজি।