
তৌহিদ বেলাল, কক্সবাজার।।
কক্সবাজারের টেকনাফে অর্ধ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় দু’জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
র্যাব-১৫ এর একটি দল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালি গ্রামে এই অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াব্রাং গ্রামের মৃত গুরা মিয়া ও মৃত নুরুন্নাহারের পুত্র কলিমুল্লাহ (৩৮) এবং হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াবাজার এলাকার সাকুরিয়াপাড়ার মুহাম্মদ আলম ও দয়া বিবির পুত্র জমির উদ্দিন (৩০)।
মাদক বিরোধী অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই আরো দু’জন মাদক কারবারি পালিয়ে যায় বলে জানায় র্যাব।
র্যাব আরো জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত মাদক কারবারিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল হালিম জানান, গ্রেফতার ইয়াবা কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।