
জাহিদুল ইসলাম টাঙ্গাইল
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজ থেকে এ অপরাধ নির্মূলের লক্ষ্যে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো প্রতিবাদী সমাবেশ। ‘চলো যায় যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী এবং শিক্ষক একত্রিত হয়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হন।
সমাবেশে বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা শুধু ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং সমাজে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, শিক্ষার্থীরা তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে ধর্ষণ ও যৌন সহিংসতার মতো অপরাধ প্রতিরোধ করা সম্ভব।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি প্রতীকী মিছিল বের করেন, যেখানে তারা ধর্ষণবিরোধী নানা প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং ধর্ষকদের শাস্তির দাবিতে স্লোগান দেন।
এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।