মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুরে মৃণাল -২৭- নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার -২৯ জুলাই- ভোর রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তরশুক্তাগড় গ্রামে এঘটনা ঘটে। মৃণাল শুক্তাগড় এলাকার মৃত রনজিৎ-এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মুহাম্মদ আতাউর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে- সোমবার ভোর রাতে মৃণালের পুরুষাঙ্গ কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।