মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুর উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং পূজা উদযাপন কমিটির সাথে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার -২৬ সেপ্টেম্বর- দুপুর সাড়ে ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত ঝালকাঠি জেলা প্রশাসক- বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর আশরাফুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন- সহকারী কমিশনার ভূমি হাসান মোহাম্মদ সোয়াইব- প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ- উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শাহিদা শারমিন আফরোজ- রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল কর্মকারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।