ডেস্ক রিপোর্ট।।
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের কৃতী সন্তান- রাজপথের যুব নেতা আব্দুল্লাহ আল মামুনকে সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি এক বিবৃতিতে বলেন- দলের দুঃসময়ে যেভাবে রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলাম- ঠিক একইভাবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দলের পক্ষে রাজপথে লড়াই চালিয়ে যাবো।
এদিকে- সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হওয়ায় আব্দুল্লাহ আল মামুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু- জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ- লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া মেম্বার- সহ সভাপতি আনসার আহমেদ-, সহ সভাপতি হাজী নানু মিয়া- সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা- দৈনিক যায়যায়দিন পত্রিকার সিলেটের ব্যুরো প্রধান সাংবাদিক কাইয়ুম উল্লাস- দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন রশীদ- লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী লিটন আহমদ- বিএনপি নেতা ফজলু মিয়া প্রমুখ।