সুলতান আহমেদ
বিশেষ প্রতিনিধি।।
গত ৯ জুলাই গৃদ্দানারায়নপুর কমিউনিটি বেজড্ অর্গনাইজেশন শেরপুর এর উদ্যোগে ১ নং ওয়ার্ড গৃদ্দানারায়নপুর মহল্লায় শের আলী গাজী মাদ্রাসার একটি কক্ষে বর্জ্যব্যবস্থাপনা ও পরিস্কার পরিছন্ন সচেতনা মুলক আলোচনা সভ অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন গৃদ্দানারায়নপুর কমিউনিটি বেজড্ অর্গনাইজেশন শেরপুর এর সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাঃশরীফ উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌরসভার উপ সহকারী প্রকৌশলী -বিদ্যুৎ- মোঃ সোহরাব হোসেন।
আরো উপস্থিত ছিলেন জিসিবিও শেরপুর পৌসভার সহ সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব রানা- জিসিবিও পরিচালক সদস্য ও উপাধ্যক্ষ -অবঃ- এ এস এম রহুল হায়দার শামীম- কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম অপু- মোঃ ইমামুল হক রবীন- রবিউল আলম রিপন- মোঃ রেজাউল করিম- মমিনুল বাশার বাবু- আবু সাঈদ আশীষ- পরিচালক বর্জ্যব্যবস্থাপনা – সুলতান আহমেদ ময়না। শেরপুর পৌরসভার একমাত্র মহল্লা পরিস্কার পরি ছন্ন ও সবুজায়ন সুন্দর্য বর্ধনের দিক দিয়ে সোনাম অর্জন করেছে যার মডেল স্বরূপ অনান্য এলাকায় কার্যক্রম শুরু করেছে এবং তার ধারাবাহিকতায় আরো উন্নত করনে বৃক্ষরোপন- বর্জ্য ব্যবস্থাপনায় বাড়ীগুলো সঠিকভাবে নিয়োগকৃত ভ্যানে সঠিকভাবে বর্জ্য দিচ্ছে কিনা এলোমেলো ময়লা ফেলছে কিনা তা সচেতনতা বৃদ্ধির জন্য এলাকায় ঘরে ঘরে গিয়ে তদারকি করন ও এলাকার পরিবেশকে আরো উন্নতি সুন্দর্য বর্ধন করার বিষয়ে সিদ্ধান্ত হয়।