হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
রোববার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের সরদারের বাজার এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয় পার্টি ও তাঁর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখেন, জিএম কাদেরের উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপুসহ উপজেলা- বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তাঁর সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা দ্রুত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।