
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।
এসো আনন্দ সুন্দর, জাগো জ্যোতিময় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শব্দ ও বানান প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের রাঙ্গা প্রভাত এর আয়োজনে অনুষ্টানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী। রাঙ্গা প্রভাত সংগঠনের সদস্য হাসান আল মাসুম এর সঞ্চালনায় বিশেষ অতিথি জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহিদ আহমেদ, জামালগঞ্জ সাব-রেজিষ্টার সহকারী অলিদা খাতুন, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, সংগঠনের সদস্য তোফায়েল আহমেদ, দুর্জয়, উমায়ের পাশা সহ সংগঠনের নেত্রীবৃন্দ। জানাযায়, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম ও ১০ ম শ্রেণীর মোট ৬০ জন শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।