
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।
সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি, বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অহিংসা দিবস অনুষ্টিত হয়েছে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণের পর মানববন্ধনে এসে মিলিত হয়।
রবিবার সকাল ১১ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানবন্ধন অনুষ্টিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এসপিএল প্রজেক্ট এর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন পিএফজির সদস্য জহির উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, উজ্জীবক আসাদ নুর সাদী, সাচনা বাজার ইউপি সুজন
এর সভাপতি মকবুল হোসেন আফিন্দী, জামালগঞ্জ সদর ইউপি সুজন এর সভাপতি মো: শাহীন আলম, সাবেক সভাপতি শফিকুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ মাসুম, আলী হোসেন, নারীনেত্রী
শাহীনা, ইয়ুথ লির্ডার্স লিজা আক্তার, স্বর্ণ, সহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস২০০৭ সালে ১৫ জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি ঘোষিত হয়।
তখন থেকে সারা বিশ্ব দিবসটি উদযাপিত হয়ে আসছে। আন্তর্জাতিক অহিংসা দিবসে দাঁড়িয়ে আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রে শান্তি-সম্প্রীতি প্রতিষ্টা তথা বিশ্বমানবতার শাস্তির স্বপক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান।