
বাংলাদেশ ভারতের সীমান্তে বন্য হাতির আক্রমণসহ জানমাল ও সম্পদ রক্ষার্থে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ মে) দিনব্যাপী বিভিন্ন সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ময়মনসিংহ সেক্টরের দায়িত্বপূর্ণ তিনটি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) সীমান্ত এলাকার ৩৭টি স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজিবি’র জনসচেতনতামূলক সভা আয়োজনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার, গর্ণমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিতি ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ মে) দিনব্যাপী বিভিন্ন সময়ে বিজিবি’র ময়মনসিংহ সেক্টরের দায়িত্বপূর্ণ তিনটি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র ( বর্ডার অবজারবেশন পোষ্ট) সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল ও সম্পদ রক্ষার্থে ভারত ও বাংলদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মাঝে ২৬টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জনসচেতনামূলক সভায় বন্যহাতির আক্রমণ হতে সীমান্তবর্তী ফসলি জমি ও জানমাল রক্ষার জন্য স্থানীয় জনসাধারণকে সর্তক থাকার পাশাপাশি বন্য হাতির আক্রমণ হতে বাঁচার উপায় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।