মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মোংলায় আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার -১ আগষ্ট- সকাল ১১টায় পৌর আ’লীগ কার্যালয় মোংলা উপজেলা, পৌর আ’লীগের ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান বলেন- বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের, আভ্যন্তরীন দ্বন্দ্ব ভুলে সকলে একসাথে কাজ করতে হবে। আমি আওয়ামীলীগ করি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করি। তাই এখানে বঙ্গবন্ধুর আদর্শের দলকে বিস্তার ঘটাতে হবে। যারা বিএনপি ও জামায়াতের সাথে আতাত রেখে চলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন রকম অনিয়ম, দুর্নীতি মেনে নেয়া হবেনা। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় আমরা পালন করব। অত্যান্ত শ্রদ্ধাভরে এই দিনটি আমরা স্মরণ করব। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস- সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন- পৌর আ’লীগের সাধারণ সাম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম- সাংগঠনিক সম্পাদক ও পৌর ৯ং ওয়ার্ড কাউন্সিলর মজনু গাজী- সাংগঠনিক সাম্পাদক ও পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম- ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আ: হাকিম- সাধারণ সম্পাদক ও পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর জি এম আল আমিন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন- সাধারণ সম্পাদক শেখ আল মামুন- উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত- পৌর শ্রমিকলীগের সভাপতি মো: ফিরোজ শাহ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মো: ইব্রাহীম হোসেন।