মো: মফিদুল ইসলাম সরকার- রংপুর।।
রংপুরের পীরগাছায় গতকাল বুধবার পীরগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে জননী প্রকল্প
এর সহযোগীতায় বাল্য বিয়ের পরিণতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।
কর্মশালায় উদ্বোধন করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক
সুমন এসময় বক্তব্য রাখেন, কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা
কর্মকর্তা এনামুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিঞা, যূব
উন্নয়ন অফিসার ,তথ্য আপা প্রিয়াংকা-ব্যানার্জী,সহকারী প্রোগ্রামার তথ্য ও
যোগাযোগ কর্মকর্তা আফসানা রহমান, জননী প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী
মোহাম্মদ ফরাজদুক ভূইয়া, সিনিয়র অফিসার মিল মো: ফুহাদ অহম্মদ খান, এবং
উপজেলা অফিসার মো: সবুজ মিয়া- অফিসার ক্যাপাসিটি বিল্ড বিল্ডিং,
অফিসার- দয়াল চন্দ্র সহ এমওডিসি, এটিএফপিও, এফপ্ধিসঢ়;আই,কাজী,পুরোহীত,
কিশোর কিশোরী প্রমূখ। জননী প্রকল্প রংপুর বিভাগে মা ও নবজাতকের স্বাস্থ্য
বিষয়ক একটি দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। জননী
প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে রংপুর বিভাগে মাতৃমৃত্যু কমানো এবং বাল্য বিবাহ
রোধকল্পে সামগ্রিক প্রচারণা চালানো। জননী প্রকল্প টি মূলত কঙওঈঅ এর
আর্থিক সহাতায়, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে এর কারীগরী সহায়তায় এবং
বাস্তবায়ন করছেন আরডিআরএস বাংলাদেশ।
জাননী বাল্য বিয়ে প্রতিরোধে বিভিন্ন ধরনের সেমিনার, সভা, উঠান বৈঠক,মা-
সমাবেশ, কমিউনিটি সেশন, বৌ শ্বাশুড়ী মেলা,মাইকিং, টিভি শো কমউনিটি
পর্যায়ে উপজেলা হেল্ধসঢ়;থ ও পরিবার পরিকল্পনা বিভাগ এর সহযোগীতায় জননী প্রকল্প
বাস্তবায়ন করে আসছে । এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ, ধমীয় নেতা,
পুরোহীত, ইয়ূথ লিডার, ওমেন লিডার, এর মাধ্যমে কমিউনিটিতে সজচতনতা
মূলক অনুষ্ঠান আযয়াজন করছেন ।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, বাল্য বিয়ে
প্রতিরোধে ৪ টি বিষয়ের উপর গুরুপ্ত আরোপ করে বলেন, পিতা মাতার সচেতনতা,
স্কুলিং, সামাজিক সচেতনতা, ও আইন প্রয়োগ সঠিক সময়ে সঠিক ভাবে
নিশ্চিত হলেই বাল্য বিয়ে প্রতিরোধ করা সম্ভব হবে । এসময় তিনি সকলকে এক
হয়ে কাজ করার জন্য আহŸান করেন ।