
এস এম রনি,
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া এবং সাবেক ছাত্রদল নেতা ইরফান ভূঁইয়া।
লিফলেট বিতরণের সময় অকিল উদ্দিন ভূঁইয়া বলেন, “আমরা আজ তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরছি। জনগণকে এই প্রস্তাবনা সম্পর্কে সচেতন করাই আমাদের লক্ষ্য। বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহ ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই কার্যক্রম আরও গতিশীল হবে।”
সাবেক ছাত্রদল নেতা ইরফান ভূঁইয়া বলেন, “নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফেরাতে আমাদের এই প্রচার কার্যক্রম গুরুত্বপূর্ণ। যাঁরা নির্বাচন নিয়ে দ্বিধায় রয়েছেন, তারা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে সরে যাচ্ছেন। আমরা মনে করি, নির্বাচনই জনগণের ক্ষমতার উৎস।”
লিফলেট বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন–
নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দেলোয়ার হোসেন ভূঁইয়া, আলী আক্কাস, মো. সজিব ভূঁইয়া, ইমন ভূঁইয়া, মৃদুল, আলমগীর, সুমন, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

























