
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে এ পর্যন্ত চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ সহ মোট ১৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১০ অক্টোবর সোমবার যাচাই-বাছাইকালে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আকমল হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস চৌধুরী লিটন।
ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তুহেল মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন ও প্রবাসী আবদুল মতিন লাকি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, রিনা বেগম ও সেলিনা বেগমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।