জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রাণপন প্রচেষ্টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা এলাকায় ১৭৮ কোটি টাকা ব্যয়ে কৃষি ইনস্টিটিউট নির্মাণ কাজ একনেকে অনুমোদন হয়েছে। ৫ অক্টোবর মঙ্গলবার অনুমোদন হওয়ার খবর জগন্নাথপুরে ছড়িয়ে পড়লে সর্বত্র বইছে আনন্দের বন্যা।
এদিকে-সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ সহ দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।