
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ উপজেলা পর্যায়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন শ্রেষ্ঠ হন।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রুহুল আমিনকে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ এর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রæচাই মারমা। সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য তানভীর হাসান মুরাদ।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উত্তর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহাদা খাতুন, বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদুর রহমান, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল হক, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান প্রমূখ।