জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে রমজান মাস আসার আগেই ঈদের কেনাকাটা ও যানজট শুরু হয়ে গেছে। ২২ মার্চ বুধবার প্রায় সারাদিন জগন্নাথপুর পৌর শহরে যানজট ছিল। যানজটে অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হন পথচারী জনতা। হঠাৎ করে এক সাথে এতো যানবাহন ও অতিরিক্ত মানুষের আগমনে পৌর শহরের কোথাও যেন তিল ধারণের জায়গা ছিল না।
এ বিষয়ে দুরদুরান্ত থেকে আসা প্রবাসী ও ধনাঢ্য পরিবারের লোকজন নাম প্রকাশ না করে জানান, রমজান মাসে কাপড়-ছোপড় সহ অন্যান্য পণ্যের দাম আরো বেড়ে যেতে পারে, এমন আশঙ্কায় তারা আজই ঈদের কেনাকাটা ও পুরো রমজান মাসের বাজার খরচ করতে এসেছেন। তাদের মতো আরো অনেক ধনাঢ্য পরিবারের মানুষ রমজানের আগেই ঈদের কেনাকাটা ও পুরো রমজান মাসের বাজার খরচ এক সাথে করছেন। আগাম ঈদের কেনাকাটা ও রমজান মাসের বাজার খরচ করতে আসা ক্রেতাদের বহনকারী যানবাহন যত্রতত্র পার্কিং করে রাখা হয়েছে। এছাড়া ঈদ ও রমজানকে সামনে রেখে একের পর এক পণ্যবাহী যাহবাহন আসায় এমন যানজটের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। এতে একদিকে-দিনভর অতিরিক্ত যানজট মোকাবেলায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশদের হিমশিম খেতে হয়েছে। অন্যদিকে-দুরদুরান্ত থেকে আসা অতিরিক্ত ক্রেতাদের সামাল দিতে গিয়ে ব্যবসায়ীরাও হিমশিম খেয়েছেন। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে রমজানের আগেই রীতিমতো ঈদ উৎসব দেখে স্থানীয় মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের লোকজন হতবাক হয়ে যান বলে পথচারীদের মধ্যে অনেকে জানান।