
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর।
এর মধ্যে ৫ অক্টোবর বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানের কাছে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক ভাবে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে নতুনমুখ প্রার্থী সৈয়দ তুহেল মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরেক নতুনমুখ প্রার্থী রিনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।