
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
দেশের আর্ত-সামাজিক কল্যাণে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জেলা প্রশাসক সম্মেলনে অতি গুরুত্বপূর্ণ ২৫টি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ মে বুধবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আ.লীগ নেতা আকমল খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পরাগ হায়দার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ প্রমূখ।
এতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি ও জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পাটলি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা মহিলা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা উনু মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
সভায় জগন্নাথপুর উপজেলা পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সকল নির্দেশনা পুরোপুরি বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয় এবং সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।