
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল মুবারক র্যালি, মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ হয়েছে।
৯ অক্টোবর রোববার পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতির নেতৃত্বে স্থানীয় ইকড়ছই মাদ্রাসা মাঠ থেকে বিশাল মুবারক র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের সকল প্রধান সড়ক প্রদক্ষিন করে ইকড়ছই মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে মিলাদ মাহফিলে মিলিত হয়।
এতে এই দিনে মহানবী হযরত মোহাম্মদ (সা.) দুনিয়ায় আগমন করায় মহান আল্লাহপাকের শুকরিয়া আদায় এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতি।
র্যালিতে পৌর কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সৈয়দ তুহেল মিয়া, সালাহ উদ্দিন, ছালিক আমহদ পীর, হাফিজ মুহিবুর রহমান, মাওলানা বশির আহমদ, পীর আজিম শাহ পুত্র মাওলানা আবদুল্লাহ আল মাসুদ, মুফতি বদর উদ্দিন আল আমিন, মাওলানা আসকর আলী, মাওলানা আবদুল কাইয়ূম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবদুন নুর, মাওলানা হাফিজুর রহমান, মইনুল হাসান, হাফিজ ক্বারী মুহি উদ্দিন জিহাদী, আনোয়ার হোসেন, সুলেমান আহমদ, মুন্না আহমদ সহ হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন। এতে ইসলামী সংগীত পরিবেশন করেন হাফিজ আইন উদ্দিন, আহসান মাহদি আলবাব, সিপন আহমদ, অজি উদ্দিন ও জুয়েল আহমদ। র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে থানা পুলিশ দায়িত্ব পালন করেন। পরে শিরণি বিতরণ করা হয়।