
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান চরহাজিগঞ্জ বাজারে বিভিন্ন ব্যাংকে নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যাংক পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ব্যাংকের ম্যানেজারদের সাথে সাক্ষাৎ করেন। ব্যাংকিং নিরাপত্তার জোরদার করনের জন্য সিসি ক্যামেরা, পর্যাপ্ত নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা, নিয়মিত তাৎক্ষণিক পুলিশ দিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করে। যাতে করে ব্যাংক নিরাপত্তা পায় সে উদ্দেশে অফিসার ইনচার্জ রজিউল্লাহ খানের ভিন্নধর্মী সচেতনতা।
সরজমিনে দেখা গেছে, চরভদ্রাসন থানার
অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান প্রথমে
চর হাজিগঞ্জ বাজারের কৃষি ব্যাংক ম্যানেজার সাইফুল ইসলামের সাথে ব্যাংকের ভোল্টের নিরাপত্তা সিসি ক্যামেরা এবং চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ এর সরকারি মোবাইল নাম্বারটি প্রদান করেন।
এরপর আই এফ.আইসি ব্যাংকের ম্যানেজার নাজমুল হুদা কে ব্যাংকের ভোল্টের নিরাপত্তা সিসি ক্যামেরা এবং তাৎক্ষণিক পুলিশ দিয়ে সহযোগিতার জন্য চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ এর সরকারি মোবাইল নাম্বারটি প্রদান করেন।
এরপর রূপালী ব্যাংকের ম্যানেজার আলিমুজ্জামান
তালুকদার সাথে ব্যাংকের ভোল্টের নিরাপত্তা, সিসি ক্যামেরা এবং তাৎক্ষণিক পুলিশের সহযোগিতার জন্য চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ এর সরকারি মোবাইল নাম্বারটি প্রদান করেন।
সর্বশেষ সোনালী ব্যাংকের ব্যাংকের ম্যানেজার কাজী মাসুদুর রহমান কে ব্যাংকের ভোল্টের নিরাপত্তা সিসি ক্যামেরা এবং পুলিশের তাৎক্ষনিক সহযোগিতার জন্য চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ এর সরকারি মোবাইল নাম্বারটি প্রদান করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার এ.এস.আই শফিউল, এ.এস.আই সোহেল, এ.এস আই আহাদ, ও কনস্টেবল দেলোওয়ার হোসেন।
নিরাপত্তা জন্য পুলিশ তাৎক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন যাতে ডাকাতির মত অপ্রীতিকর ঘটনার পূর্বেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। “এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ চর হাজিগঞ্জে বাজারটি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনেরএর নিকট অনুরোধ করেন।
চর হাজীগঞ্জ বাজারটি নদীর হতে নিকটবর্তী হওয়ায় বাজারটি নিরাপত্তার অভাব রয়েছে।গতবছর বাজারটি ডাকাতির দুর্ঘটনা হয়েছিল।
এলাকাবাসী ও সুশীল সমাজ রাষ্ট্রীয় সম্পদ নিরাপত্তায় অফিসার রজিউল্লাহ খানের ব্যতিকর্মী ধর্মীয় জনসচেতনতায় সাধুবাদ জানিয়েছে।