
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার
ফরিদপুরে চরভদ্রাসনে গাজিরটেক ইউনিয়ন কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ত্রৈমাসিক কৃষক দলের কর্মী ও তৃণমূল কৃষকদের নিয়ে কর্মীসভা চর হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয় রবিবার ২৬ শে জানুয়ারি বিকাল ৪ ঘটিকায়।
তৃণমূল কৃষক ও কর্মীদের নিয়ে ত্রৈমাসিক কৃষক দলের কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসান ফিরোজ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
গাজিরটেক ইউনিয়নে প্রান্তিক চাষী ও কৃষকদলের ত্রৈমাসিক কৃষক দলের কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম -ভিপি সহিদ-। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোরাদ হোসেন। বিশেষ অতিথী ছিলেন আশরাফুল হক বুলেট। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন- বিশেষ অতিথি ছিলেন চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বায়দুল বারী দিপু খান- ও আরও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাএদলের সভাপতি সালাউদ্দীন সুভ। উপস্থিত
মোস্তফা কবির ছিলেন- সাবেক ছাত্রনেতা জান এ আলম- আলী প্রামানিক- জাহাঙ্গীর হোসেন- আরও উপস্তিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব চরভদ্রাসন উপজেলা শাঁখার সভাপতি সাংবাদিক আঃ ছালাম মোল্লা। সাংবাদিক আহম্মেদ আল ইভান।
এতে পাঁচ শতাধিক কৃষক দলে কর্মী ও তৃণমূল পর্যায় কৃষক উপস্থিত ছিলেন।