মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের পরিষদ শাখার ডিপুটি রেজিস্ট্রার- চুক্তিভিত্তিক- এবং রেজিস্ট্রার -ভারপ্রাপ্ত- কে- এম- নুর আহমেদ নিজ দায়িত্বে অতিরিক্ত হিসেবে প্রদত্ত রেজিস্ট্রার -ভারপ্রাপ্ত- এর দায়িত্ব থেকে ৩০-০৯- ২০২৪ তারিখ -অপরাহ্ন- হতে অব্যাহতি নিল।
সোমবার – ৩০ সেপ্টেম্বর- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয় কে- এম- নুর আহমেদ কে অব্যাহতি প্রধানপূর্বক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে নিম্নোক্ত শর্তে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার -ভারপ্রাপ্ত- দায়িত্ব প্রধান করা হলো। তিনি রেজিস্ট্রার -ভারপ্রাপ্ত- দায়িত্ব পালন করবেন।