
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি।।
চম্দনাইশে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১১ জনের বসতঘর। গত রবিবার ভোররাতে উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
জানা যায়, রবিবার ভোর রাতে উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে এলাকার আমির হোসেন, রুস্তম আলী, হায়দার আলী, মো. সৌরভ, আবদুর আজিজ, মো. আনিস, আবদুর রহমান, লেদন আলী, মুন্সি মিয়া, জাগির হোসেন ও বিধবা হোসনে আরা’র কাঁচা সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাপড়-চোপড়, ইলেকট্রিক সামগ্রী, আসবাবপত্র, দলিলপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিনাতিপাত করছেন।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুল হাসান জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলে জানিয়েছেন তিনি।