চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধ।।
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার ২৬ অক্টোবর বিকেলে রহমান কুঞ্জু কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়
এলডিপি দোহাজারী পৌরসভা শাখার যুবদলের সদস্য পলাশ ধরের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন হায়দার প্রধান বক্তা আবিদুর রহমান বাবুল ওআরো উপস্থিত ছিলেন কামাল উদ্দিন- আহমদ চোবাহান-নাচির- জুয়েল- রুবেল- দোহাজারী এলডিপির সদস্য সচিব নাচির উদ্দিন,আহবায়ক লিয়াকত আলিসহ অসংখ্য নেতাকর্মী। অনুষ্ঠানে বক্তারা এলডিপির প্রতিষ্ঠাতা সাবেক যোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলি আহমদের এলডিপি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন।এবং কেক কেটে দলের নেতাকর্মীদের মাঝে বিতরণ করেন।