মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয়টি অনুষদে ৯জন ডিনকে নিয়োগ দেওয়া হলো।
রবিবার- ২২ সেপ্টেম্বর- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারিকৃত নোটিশে এই তথ্য পাওয়া যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারিকৃত নোটিশে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ্যাক্ট, ১৯৭৩ এর ৩০ -৬- এবং স্ট্যাটিউট ১৮ অনুযায়ী নির্বাচিত ডিনবৃন্দের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিগত ২৫-৩-২৪ খ্রি. তারিখে স্মারক নং জি ৩৫০ -১২- ৩১১৭ -১৬০- সা: মূলে প্রদত্ত দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি প্রধান পূর্বক অদ্য ২২-৯-২৪ খ্রি. তারিখ থেকে নিম্নোক্ত অনুষদের ডিন নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেয়া পযন্ত সময়ের জন্য আদেশক্রমে প্রত্যেক অনুষদের পার্শ্বে বর্ণিত শিক্ষকবৃন্দ স্ব- স্ব অনুষদের ডিনের দায়িত্ব প্রধান কর হলো।
কলা ও মানববিদ্যা অনুষদে দায়িত্ব পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল শাহীন খান। বিজ্ঞান অনুষদে ইনিস্টিটিউট অব ফরেস্ট্রি এণ্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। ব্যাবসা প্রশাসন অনুষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর এস.এম নছরুল কাদের। সমাজ বিজ্ঞান অনুষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন মজুমদার। আইন অনুষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার। জীব বিজ্ঞান অনুষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। ইন্জিনিয়ারিং অনুষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়ন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। মেরিন সাইন্স এন্ড ফিশারিজ অনুষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিউট অব মেরিন সাইন্স বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহাদাত হোসেন। শিক্ষা অনুষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহ্য়া আখতার।