ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ২০ ফুট লম্বা একটি কনটেইনারে বিভিন্ন ব্রান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদের চালান আটক কারেছে কাস্টমস এআই আর শাখা। এতে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়।
৪ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে চট্টগ্রামের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স -এআইআর- টিম চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে চালান সংশ্লিষ্ট কনটেনারটি ফোর্স কিপ ডাউন করে কায়িক পরীক্ষা সম্পন্ন করেন। কায়িক পরিক্ষা শেষে কনটেনারটিতে ১ হাজার ১১৪ কার্টন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়- নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জে অবস্থিত আদমজি ইপিজেডের প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়ার লিমিটেড চালানটি চীন থেকে ফেব্রিকস ঘোষণা দিয়ে আমদানি করে।চালানটি খালাসের জন্য বিল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামের সিএন্ডএফ এজেন্ট বিল অব অ্যান্ট্রি দাখিল করেন।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন- আটককৃত পণ্যচালানের আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২ কোটি টাকা। এর বিপরীতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। পণ্যচালানটিতে মিথ্যা ঘোষণায় প্রায় ১২ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

























