
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি
২৭ জানুয়ারি সোমবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি’র নেতৃত্বে, ক্লাবের নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হোন চসিক মেয়রের সিটি কর্পোরেশন কার্যালয়ে।
এসময় নেতৃবৃন্দ চসিক মেয়র ডা.শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান সেই সাথে ক্লাবের কমিটি হস্তান্তর করেন। চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন ক্লাব কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান,সেই সাথে দেশ গঠনে বিশেষ করে জুলাই ২৪ বিপ্লবের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন,এসময় তিনি ক্লাবের বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বীর রেমিট্যান্স যোদ্ধা সদস্যদের জন্য মেডিকেল স্থাপনের জন্য নগরীতে ২২ গন্ডা জায়গা প্রদানের আশ্বাস দেন,সেই সাথে একটি স্থায়ী অফিস কার্যালয়ের জন্য স্থান নির্ধারণ ও এয়ার পোর্টে আলাদা লাউঞ্জের ব্যবস্থার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ইসমাইল ইমন, ডায়মন্ড ও ভিআইপি সদস্য, নাজিম সিকদার, আব্দুল মান্নান,আবু ইউসুফ মামুন, দিদারুল আলম, সোহেল সিকদার, নুরুল কবির,হাজী আবুল কাসেম ও আরিফুল ইসলাম,জসিম কুসুমপুরী প্রমুখ।