
চট্টগ্রাম ব্যুরো:
এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামরাপার্সন পারভেজের উপর
হামলাকারি সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন
চট্টগ্রাম প্রেসক্লাব ও সিএমইউজের নেতৃবৃন্দ
পেশাগত দায়িত্ব পালনকালে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ রহমান জঙ্গল সলিমপুরে দুস্কৃতিকারীদের হামলার শিকার হন। এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামরাপার্সন পারভেজ রহমানের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব ও সিএমইউজের নেতৃবৃন্দ

রবিবার সকাল এগারোটায় এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামরাপার্সন পারভেজ রহমান জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্বে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা এই দুই সাংবাদিকের ক্যামেরা ভাংচূর করে ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও সাংবাদিকদ্বয়ের পেশাগত পরিচয়পত্র এবং ক্রেডিট কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।
সাংবাদিক নেতারা বলেন, গতকাল রাতে জঙ্গল সলিমপুর এলাকায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতসহ আহত হয়েছে আরো অনেকে। গত রাতের ঘটনার পরবর্তী পরিস্থিতি নিয়ে ফলোআপ সংবাদ সংগ্রহের জন্য গেলে চিহ্নিত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা চালায়।
চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, গোলাম মওলা মুরাদ ও সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারন সম্পাদক সালেহ নোমান এক যুক্ত বিবৃতিতে বলেন, জঙ্গল সলিমপুর দির্ঘদিন থেকে দাগি আসামী ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। সন্ত্রাসীদের এই দূর্গ ভেঙ্গে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের উপর এই ধরনের নগ্ন হামলা মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকীস্বরূপ। গণতান্ত্রিক ও সভ্য সমাজ এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম মেনে নিতে পারে না। হামলাকারীরা কোন ধরনের রাজনৈতিক দলের প্রশ্রয় যাতে না পায় সে ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাংবাদিকদের উপর হামলাকারীদেররা যে দলেরই হোকনা কেন তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাকে স্থানীয় রাজনৈতিক দলগুলো যথাযথ সহযোগিতা করবে। জঙ্গল সলিমপুরে কারা অবস্থান করে থাকে আইনশৃঙ্খলাবাহনী না জানার কথা নয়।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমরা দেখতে চাই, পুলিশ প্রশাসন হামলাকারীদের চিহ্নিত করে ২৪ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে এসেছে, এইক্ষেত্রে কোন ধরনের গাফলতি সহ্য করা হবেনা।
উল্লেখ্য, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

























