ইসমাইল ইমন
চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের বাকলিয়া থানার ১৮ নং ওয়ার্ডের কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চলছে।
সু-নির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জুয়ার ছবি ও ভিডিও সংগ্রহ করে জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকায় ৮ জুলাই ২০২৪ ইং তারিখে “চট্টগ্রামে চলছে জমজমাট জুয়ার আসর- নেপথ্যে সমাজকল্যাাণ ও পুলিশ কর্মকর্তা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের খবর পেয়ে জুয়াড়ি জিয়া ৮ জুলাই ২০২৪ ইং তারিখ দুপুর আনুমানিক দেড়টায় সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানার হোয়াটসঅ্যাপে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করে মিথ্যা মামলার আসামি করবে ও প্রানে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়। একই ভাবে সংবাদের সত্যতা নিশ্চিত করতে জুয়ার আসরের ম্যানেজার জিয়াকে মুঠো ফোনে কল করলে অকথ্য ভাষায় গালিগালাজ, সংবাদ প্রকাশ না করার জন্য দৈনিক নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইসমাইলকেও হুমকি প্রদান করে। এই বিষয়ে জুয়াড়ি ওরপে বাহার কনভেনশন হলের জুয়ার আসরের ম্যানেজার জিয়াকে অভিযুক্ত করে নুর মোহাম্মদ রানা বাকলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা কতৃপক্ষ অভিযোগটি জিডি হিসাবে গ্রহণ করেন। যার জিডি নং-৪৩৭ তাং-৮- ৭- ২৪ ইং। এই জিডির বিষয়ে চট্টগ্রাম পুলিশ কমিশনার ও এডিশনাল পুলিশ কমিশনার ক্রাইম অতিরিক্ত কে ও অবহিত করা হয়েছে।
জানাগেছে- বাহার কনভেনশন হলে জুয়ার আসর নিয়ে নানা শিরোনামে জাতীয় দৈনিক” গণকন্ঠ ” পত্রিকাসহ আরো বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকগণ জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবী জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।
ইসমাইল ইমন চট্টগ্রাম