কক্সবাজার জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ চকরিয়া উপজেলা শাখার ইফতার মাহফিল ১৫ এপ্রিল (২৩ রমজান) লক্ষ্যারচর নুরুল কবির চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সম্পন্ন হয়েছে।
যুবনেতা এএস রাইহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবীন শিক্ষক মাষ্টার নজির আহমদ, কক্সবাজার জেলা যুবঅধিকার পরিষদের সেক্রেটারি মো: ইসমাঈল হোসেন, জেলা গণঅধিকার পরিষদের অভিভাবক মো: হেলাল উদ্দিন ও মোর্শেদসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন- ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষের জীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে। জাতির এই ক্রান্তিলগ্নে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের অধিকার সংরক্ষণে এগিয়ে আসতে হবে’।
সবশেষে মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।