কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়ার অদম্য মেধাবী শিক্ষার্থী জান্নাতুন নাঈম সিদ্দিকা সিফাত সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। এর সুবাধে তিনি খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করলেন।
জান্নাতুন নাঈম সিদ্দিকা সিফাত চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মছনিয়াকাটা গ্রামের হাফেজ মাওলানা আব্দুল মান্নানের নাতনি।
সিফাত পেকুয়া উপজেলার শেখের কিল্লাঘোনা এলাকার রাহাজ্জানি পাড়ার মাওলানা আবু ছিদ্দিক ও মোছাম্মৎ জয়নাব আক্তারের বড় মেয়ে। কৃতি শিক্ষার্থী জান্নাতুন নাঈম সিদ্দিকা সিফাত ভবিষ্যত জীবনে উত্তরোত্তর সফলতা অর্জনে সকলের কাছে দু’আ চেয়েছেন।