স্টাফ রিপোর্ট- কক্সবাজার।।
চাঁদাবাজি ও মসজিদ দখলে বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলা আহ্বায়ক হেলাল উদ্দিনের উপর হামলা করেছে সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলাম সাবু’র নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে- নিজ বাড়ি হতে চকরিয়া পৌরশহরে যাবার পথে নিমতলী স্টেশনে পৌঁছলে মঙ্গলবার -৭ জানুয়ারি- সকাল ১০টা ৩০ মিনিটের সময় এ হামলার ঘটনাটি ঘটে। সাইফুল ইসলাম সাবু কাকারা ইউনিয়নের লোটনী এলাকার মৃত ইছহাক আহমদের ছেলে।
অভিযোগ সূত্রে আরো জানা গেছে- স্থানীয় এলাকাবাসী এগিয়ে গেলে হেলাল উদ্দিন প্রাণে রক্ষা পান।
সাইফুল ইসলাম সাবুকে অভিযুক্ত আসামি করে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাবু তার বাড়ির কাজের মেয়ে হত্যা মামলার আসামী বলেও জানা গেছে।
গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলার নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।