আব্দুর রহিম- খাগড়াছড়ি।।
পার্বত্য খাগড়াছড়িতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১টাকার -সুপারশপ- আয়োজন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার সকাল থেকেই গুইমারা সরকারি কলেজের মাঠে গুইমারা রিজিয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে স্থানীয় জনসাধারনের সর্বমোট ৫ শত পরিবারের মাঝে -এক টাকার সুপারশপ’ আয়োজন এবং ০২ টি গরু- ০৩ টি সেলাই মেশিন ও ০৫ টি মুদি দোকানের জন্য ২০ হাজার টাকার সমপরিমানের দ্রব্য সামগ্রী বিতনের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়।
গুইমারা রিজিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম- এসপিপি- এনডিসি- এএফডব্লিউসি- পিএসপসি- এমফিল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের জিএসও-২ -আইএন্ডসিবি- মেজর মিয়ান সাইফুল ইসলাম- পিএসসি- অন্যান্য জেষ্ঠ্য সামরিক কর্মকর্তাবৃন্দ- কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য- বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং আগত অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বক্তব্য সমাপনান্তে প্রধান অতিথি কর্তৃক ‘এক টাকার সুপারশপ- উদ্বোধন করা হয়।
পার্বত্য অঞ্চলে শান্তি- সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে গুইমারা রিজিয়নে সেনাবাহিনী নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে। যা সত্যিই প্রশংসার দাবিদার।