
মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর ) প্রতিনিধি ৷ ।
আসন্ন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন ২৫ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনি লড়াই। এবার নির্বাচনে সব চেয়ে আলোচিত হচ্ছে চাচা-ভাতিজা ও মামা-ভাগিনার ভোটের যুদ্ধ ।
এলাকাবাসী সূত্রে জানা যায , গাজীপুর সিটির ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. কাউসার আহম্মেদ। তিনি কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। অপর তিন প্রার্থীর মধ্যে একজন যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম (জহির), কোনাবাড়ী থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আহসান পালোয়ান ও ব্যবসায়ী মো. হামিদুর রহমান (রনি)। কাউছার আহম্মেদ এবং জহিরুল ইসলাম (জহির) সম্পর্কে চাচা-ভাতিজা। উভয়ই প্রার্থী বিজয়ী হওয়ার প্রতাশা করেন ৷
অপরদিকে ১০নং ওয়ার্ডে নির্বাচনে প্রার্থী হয়েছেন সাবেক কাউন্সিলর কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান । এছাড়া বর্তমান কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলালও প্রার্থী হয়েছেন। তারা সম্পর্কে মামা ও ভাগিনা। দুই প্রার্থীরই এলাকায় জনসমর্থন রয়েছে। রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। মামা এবং ভাগিনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন এলাকাবাসী।