
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের সংক্ষিপ্ত নবগঠিত এ কমিটির আহ্বায়ক হয়েছেন বিশিষ্ট শিল্পপতি মো. সোহরাব উদ্দিন। কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি। এছাড়া মকমিটির সদস্য সচিব হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকার। বুধবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। যিনি গাজীপুর মহানগরীর মতো একটি গুরুত্বপূর্ণ নগরীতে দলের জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা সর্বশক্তি দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাব। এ কমিটি গঠনের মধ্য দিয়ে তৃর্ণমূল নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন ,গাজীপুর মহানগরকে গতিশীল করতে যোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে দ্রুত ওয়ার্ড ও থানা কমিটি পুনর্গঠন করা হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে গাজীপুর মহানগর বিএনপি গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করবে।