
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য- মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসন সহ অভিন্ন চাকুরি বিধি ও চাকুরি স্থায়ীকরণের দাবিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর কর্মকর্তা-কর্মচারীরা তৃতীয় দিনের মতো বুধবার কর্মবিরতি পালন করছেন ।
জরুরী গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে গত সোমবার থেকে এ কর্মসূচি চলছে। সমিতির প্রধান কার্যালয়সহ ৬টি জোনাল অফিস ও একটি সাব-জোনাল অফিসের ৫ শতাধিক কর্মকর্তা কর্মচারীগণ এ কর্মবিরতিতে যোগ দেন।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম -অর্থ- মোঃ দেলোয়ার হোসেন জানান- সোমবার থেকে কর্মসূচি শুরু হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে । বুধবার প্রতিবাদ সভায়
উপস্হিত ছিলেন ডিজিএম -কারিগরী- জাহিদুল ইসলাম, কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো: আক্তার হোসেন- কোনাবাড়ি জোনাল অফিসের এজিএম -ওএন্ডএম- রাশেদুল ইসলাম- সদর দপ্তরের সকল কর্মকর্তা ও জোনাল অফিসের সকল কর্মচারীরা।