মো.ইমরান হোসেন
ষ্টাফ রিপোর্টার।।
গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ২৯৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের র্যাব
সদস্যরা শনিবার দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তায়
চেকপোস্ট বসিয়ে সারোয়ার মিয়া -৩২- কে
গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. সারুয়ার মিয়া -৩২- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাঘাইতলা গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের র্যাব সূত্রে জানাযায়- গোপন সংবাদে র্যাব জানতে পারে ময়মনসিংহ থেকে ফেনসিডিলের একটি বড় চালান রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে রাজধানী ঢাকায় যাবে। উক্ত সংবাদে র্যাব ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন চেক করে। এসময় একটি জিপ গাড়ির পিছনে ব্যাক ডালার নিচে চাকা রাখার স্থানে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৯৬ বোতল ফেনসিডিলসহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সারোয়ার মিয়া স্বীকার করে- সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হতে চোরাই পথে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরের আশপাশের পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে গাজীপুর মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার -মিডিয়া- মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।