মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর ) প্রতিনিধি ।।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে এ্যাডভোকেট আজমত উল্লা খানকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।
শনিবার (১৫ এপ্রিল) আওয়ামীলীগের স্হানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মো. আজমত উল্লা খানের নাম ঘোষণা করেন। মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট আজমত উল্লাহ খান বলেন, আমি তিনবারে টঙ্গী পৌরসভার মেয়োর ছিলাম। আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। মানুষ এরকম স্বচ্ছ ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে চাচ্ছে এবং তাদের বিবেচনায় আমার সেই অভিজ্ঞতা গুলো রয়েছে। সুতরাং ১০ বছর আগের গাজীপুর আর আজকের গাজীপুরের মধ্যে পার্থক্য অনেক বেশি। আমি আশা করি,সবাইকে নিয়ে আমরা আগামী নির্বাচনে
নৌকার বিজয় সুনিশ্চিত করব। তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি আমি তাদের সঙ্গেও কথা বলব। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নেতৃত্বে যদি বিশ্বাসী হন তাহলে দলের যে সিদ্ধান্ত তা যে কেউ মাথা পেতে নেবেন।
আগামী ২৫ মে ২০২৩ ইং তারিখে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে । আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের গাজীপুর মহানগর জুড়ে পোষ্টার, ফেস্টুন,ব্যানারে ছেয়ে গেছে। গাজীপুর সহ ৫ টি সিটির মধ্যে গাজীপুরে সর্বাধিক ১৭ জন প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন । এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী ছিলেন , বহিস্কৃত মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর আলম , মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মো.আজমত উল্লা খান, ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।
আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে এ্যাডভোকেট মো.আজমত উল্লাহ খানের নাম ঘোষণা হওয়ায় তার কর্মী – সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে। অপরদিকে মনোনয়ন বঞ্চিতদের কর্মী – সমর্থকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।