
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার -২৪ ডিসেম্বর- বেলা ১১.৩০ ঘটিকায় গাজীপুর পুলিশ সুপার
ড. চৌধুরী মো. যাবের সাদেক এর সভাপতিত্বে নভেম্বর- ২০২৪খ্রি. মাসের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সভায় নভেম্বর- ২০২৪খ্রি. মাসের অপরাধ পর্যালোচনাপূর্বক গাজীপুর জেলায় অপরাধ প্রতিরোেধ ও প্রতিকারের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার -অর্থ ও প্রশাসন- মাহবুবুর রহমান-
অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম & অপস্-
মো.আমিনুল ইসলাম- অতিরিক্ত পুলিশ সুপার -ডিএসবি- মো. রবিউল ইসলাম-
অতিরিক্ত পুলিশ সুপার- কালীগঞ্জ সার্কেল
মো. আসাদুজ্জামান- সহকারী পুলিশ সুপার- কালিয়াকৈর সার্কেল মো. আফজাল হোসেন খান সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।