মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে বিপ্লবের স্মৃতি তুলে ধরছেন শিক্ষার্থীরা। গ্রাফিতিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ- স্বাধীনতা- শহীদ মুগ্ধ- আবু সাঈদসহ নানা চিত্র তুলে ধরেন তারা।
উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর বাইপাস- চন্দ্রা- পল্লী বিদ্যুৎ- সফিপুর ও মৌচাক সহ বিভিন্ন এলাকায় নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের স্মৃতিতে ধরে রাখতে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। শিক্ষার্থীরা আঁকছেন লাল সবুজের পতাকা- মানচিত্র- মুক্তি সংগ্রামের প্রতিচ্ছবি- আবু সাঈদ ও মুগ্ধার প্রতিকৃতি- সাম্য– সম্প্রীতি- নতুন প্রজন্মের অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা।
শিক্ষার্থীরা জানান- আগে দেয়ালে অনেক পোস্টার থাকত। সেগুলো পরিষ্কার করে ছাত্র আন্দোলনের ছবি আঁকা হচ্ছে। পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে তাদের পূর্বপ্রজন্মের অবদান। নতুণ প্রজন্মরা দেখবে এদেশের দেয়ালে কোনো আজে-বাজে কথা লেখা নেই।
তাদের পূর্বের কোন অভিজ্ঞতা না থাকলেও মনের চেতনা থেকেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে রং তুলি নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আঁকা কিতে ব্যস্ত সময় পার করছেন। দেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের স্মৃতি ছাত্রসমাজকে উজ্জীবিত করবে- এটাই তাদের প্রত্যাশা।