মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ- বকেয়া বেতন পরিশোধ এবং পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে চন্দ্রা-চৌরাস্তা- ভোগরা- নাওজোর- কোনাবাড়ি- বোর্ড বাজার ও টঙ্গীতে বিক্ষোভ শুরু করেন তারা।
পুলিশ ও শ্রমিকরা জানান- গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় কেবলমাত্র নারী শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে। এতে বঞ্চিত হচ্ছেন পুরুষ শ্রমিকরা। তাই কারখানাগুলোতে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য দাবি জানিয়ে সকাল থেকেই বিভিন্ন কারখানার চাকরি বঞ্চিত পুরুষরা সড়কে নেমে আসেন।মহা সড়কে যানচলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হয়।
আজ সোমবার সকালে চন্দ্রা বিদ্যুৎ এলাকায় ইন্টারস্টাফ অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার সামনে চাকরিপ্রার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় প্রায় আধা ঘন্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে টঙ্গী এলাকার বাটা সু কোম্পানির শ্রমিকরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এছাড়া গাজীপুর চন্দনা চৌরাস্তা ও ভোগরা বাইপাস এলাকায় পুরুষ পোশাক শ্রমিকরা তাদের দাবি জানিয়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পাশাপাশি কোনাবাড়ীতেও ডিবিএলের ওষুধ কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আশরাফুল ইসলাম জানান- সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। তাদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান- শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওযা হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।