মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
দেশব্যাপী চলমান অস্থিরতার কারণে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা চালু হয়েছে । বিভিন্ন কারখানার শ্রমিকরা সকাল থেকেই কর্মস্থলে ফিরে যেতে স্বস্তি প্রকাশ করেছেন। তবে এখনও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে।
বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী না থাকলেও যে যার মতো করে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। যথাসময়ে শিপমেন্টের জন্য কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা জরুরি হয়ে পড়েছে ।
গাজীপুরের দুই হাজারের বেশি পোশাক কারখানা রয়েছে। এসবের মধ্যে বেশিরভাগ কারখানা আজ খুলে দিয়েছে। তবে যেগুলো উৎপাদন শুরু হয়নি সেগুলোতেও অফিসিয়াল কাজ চলছে। ধারণা করা হচ্ছে- আগামীকালের মধ্যে সব কারখানায় উৎপাদন শুরু হবে।