মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু ফাইল ছবি
কাশিমপুর কারাগারে বন্দি বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মার্চ) ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত ওই বন্দি কুষ্টিয়া জেলার খোকসা থানার গোপগ্রাম জোতপাড়া এলাকার হেরন্দ্রনাথ সর্মার ছেলে সম্ভু কুমার শর্মা (৬২)।
কারাগার সূত্রে জানাযায়, সুপার জানাযায়, বন্দি সম্ভু কুমার শর্মা (৬২) ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোর ৩টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, সম্ভু কুমার সর্মা বিডিআর বিদ্রোহ মামলায় ১৬ বছর সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। কারাগারের জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।