
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৩ দিনে অসুস্থ জনিত কারণে পৃথকভাবে ৪ কয়েদির মৃত্যু হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১ এ দুইদিনে ২জন কয়েদি ও হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে একদিনে ২ জন সহ মোট ৪ জন কয়েদির মৃত্যুর খবর পাওয়া গেছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো.নুরুন্নবী ভূঁইয়া জানান, শনিবার ( ১০ সেপ্টেম্বর) ১২ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি সানাউল্লাহ (৫৯) অসুস্থ হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভোলানাথপুর এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে। অপরদিকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পাঁচ মামলার আসামী আফাজ উদ্দিন অসুস্থ হলে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । সে গাজীপুর জেলার শ্রীপুর থানার দক্ষিণ ধনুয়া গ্রামের হোসেন আলীর ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, সোমবার (৫ সেপ্টেম্বর) দুই কয়েদি অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত কয়দিদের মধ্যে আবু বক্কর সিদ্দিক (৬২) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মহিষতারা গ্রামের সুরুজ আলীর ছেলে। অপরজন পাঁচ মামলার আসামী খোকন বেপারী (৪২), মাদারীপুর জেলার শিবচর থানার চরজানাযা গ্রামের লাল মিয়ার ছেলে।