মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে ১০ বছর আগে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিস্ফোরক আইনে করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় করা তিনটি মামলা থেকে তিনি অব্যাহতি পেলেন। একই মামলায় গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজুসহ বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মী অব্যহতি পেয়েছেন। বৃহস্পতিবার -২৮ নভেম্বর- গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেহেনা আক্তার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে- বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক -এসআই- সৈয়দ আবুল হাসেম মামলাটি করেন। এজাহারে নাম না থাকলেও অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়। মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ ১০ বছর শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়- দেশব্যাপী অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত শিবিরের ৫০-৬০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে তৎকালীন জয়দেবপুর থানার সাইনবোর্ডে কুলিয়ারচর গার্মেন্টসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এতে বাসটিতে আগুন ধরে যায়।
গাজীপুরে বিএনপি নেতা ও বিশিষ্ট আইনজীবী ড. সহিদউজ্জামান বলেন- এজাহারে তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক- জাহিদ আহসান রাসেল- মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের পরামর্শে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মামলার অভিযোগপত্রে তারেক রহমানকে জড়ানো হয়েছিল।