মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে শাকিল হোসেন -২৬- নামের এক ভূয়া ডিবি কে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার -ডিবির এসআই শহিদুল ইসলাম মোল্লা বিপিএম। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাহারিয়া চালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আটককৃত শাকিল হোসেনের কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত একটি- হাতকড়া ও একটি পিস্তল উদ্ধার করা হয়। আটককৃত ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী শাকিল হোসেন উপজেলার বাহারিয়াচালা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
জানা গেছে- ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী শাকিল হোসেন বেশ কিছুদিন যাবৎ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়াসহ এলাকার মানুষকে নানা ভয়-ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো।এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে ১৯ এর ক তৎসহ ১৭০- ৪১৯- ৩৮৫ ধারায় মামলা দায়ের করেছেন।কালিয়াকোর থানা -মামলা নং ০২ তারিখ :০১.০৮.২০২৪ ইং। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ -ওসি- এ ফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।